• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

তেঁতুলিয়ায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য গরু বিতরণ 

প্রকাশিত: ২৩ মে ২০২১  

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য গরু প্রদান করা হয়েছে। ডাকবাংলো চত্বরে আজ রবিবার এসব গরু বিতরণ করেন পঞ্চগড় সংসদ সদস্য (আসন-১) মাজাহারুল হক। 

এসময় তেতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান, পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন তেতুলিয়া ক্লিন তেতুলিয়ার আহবায়ক কাজী মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রী কার্যালয়ের ত্রাণ তহবিল এবং উপজেলা কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতনের টাকায় মোট ১৩০ জন ভিক্ষুককে গরু প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে তেতুলিয়া সদর ইউনিয়নের ১০ জন ভিক্ষুকের হাতে একটি করে গরু তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের ভিক্ষুকদের হাতেও গরু তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –