• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ফাঙ্গাস আতঙ্কে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ৩০ মে ২০২১  

ফাঙ্গাস আতঙ্কে রোববার থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার পর্যন্ত বন্দরে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বন্দরের আমদানি রফতানি অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।

তিনি বলেন, স্থলবন্দর এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়দের সিদ্ধান্তে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের লিখিতভাবে জানানো হয়েছে।

তবে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা কাজী আল তারিক বলেন, সরকারি নির্দেশনা না থাকায় বন্দর খোলা রয়েছে। তবে ব্যবসায়ীরা যদি বন্দর দিয়ে আমদানি-রফতানি না করেন তবে বন্দরের কার্যক্রম এমনিতেই বন্ধ হয়ে যায়।

জরুরি পণ্য আমদানির নামে প্রতিদিন ভারত ও নেপাল থেকে পাথরভর্তি ৩০০ থেকে ৪০০ ট্রাক বাংলাবান্ধায় প্রবেশ করে। এতে করোনাসহ হোয়াইট ফাঙ্গাস, ইয়োলো ফাঙ্গাস ও ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –