• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড় জেলা পুলিশ চালু করল অক্সিজেন ব্যাংক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১  

সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে করোনার প্রকোপ বেড়েই চলেছে। দিন দিন আক্রান্ত এবং মৃত্যুর হার বাড়ছে। প্রচুর মানুষ আক্রান্ত হলেও হাতের কাছে মিলছে না চিকিৎসা। বিশেষ করে এখানকার হাসপাতালগুলোতে নেই সেন্ট্রাল লাইন অক্সিজেন, নেই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, নেই ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা।

এসব সুবিধা না থাকায় প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়েও অনেক রোগীকে দিনাজপুর-রংপুর যেতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়ে যাওয়ার পাশাপাশি চিকিৎসা খরচও বাড়ছে। 

এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের সেবা দিতে পঞ্চগড় পুলিশ লাইন হাসপাতালে অক্সিজেন ব্যাংক চালু করল জেলা পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের শেখ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর উদ্যোগেই এই অক্সিজেন ব্যাংক চালু হয়েছে। এখন থেকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের পুলিশ হাসপাতালের অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হলে ০১৩২০১৩৯২৯৮, ০১৭১৯৯২৩৮০৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বিপদে-আপদে মানুষের পাশে থাকাই পুলিশের কাজ। তাই যেকোনো সংকটময় পরিস্থিতিতে পঞ্চগড় জেলা পুলিশ পঞ্চগড়বাসীর পাশে থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –