• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দেবীগঞ্জে প্রতিদিন বসছে জাম্বুরার হাট 

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

দেবীগঞ্জে এবার জাম্বুরার ভালো ফলন হয়েছে। প্রতিদিন দেবীগঞ্জে বসছে জাম্বুরার হাট। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা গ্রামে গ্রামে গিয়ে গাছ মালিকদের কাছ থেকে জাম্বুরা কিনে নিয়ে আসেন হাটে।

এখানে অপেক্ষমাণ ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলার পাইকাররা জাম্বুরা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন দেবীগঞ্জে ২ থেকে ৩ হাজার পিস জাম্বুরা কেনাবেচা হয়। জাম্বুরা বিক্রি শুরু হয়েছে ভাদ্র মাস থেকে। চলবে কার্তিক মাসের শেষ পর্যন্ত। একেকটি গাছে এক থেকে দেড় শ জাম্বুরা পাওয়া যায়। জাম্বুরার বাগান না থাকলেও গ্রামের অনেক বাড়িতে এক/দুইটি জাম্বুরার গাছ রয়েছে। আগের দিনে মানুষ বাড়ির পাশে জাম্বুরার গাছ লাগাত শখ করে খাওয়ার জন্য। কিন্তু বর্তমানে জাম্বুরা বাণিজ্যিকভাবে বাজার অথবা ক্রেতাদের দখল করেছে। এটি সম্পূর্ণ অর্গানিক ফল। জাম্বুরার মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান জানান, জাম্বুরায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন বিসি ও ক্যালসিয়াম। জাম্বুরা মানবদেহের হাড় শক্তিশালি করে, ক্যানসার প্রতিরোধক, হার্টের সুরক্ষা এবং ওজন কমাতে সাহায্য করে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –