• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বোদা বিদ্যুতস্পৃষ্টে হয়ে শ্রমিকের মৃত্যু 

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১  

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত উজ্জ্বল দেবীগঞ্জ উপজেলার কালিয়াগঞ্জ মাটিয়ার পাড়া এলাকার হোসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চন্দনবাড়ী বাজারে বিদ্যুতের মেন লাইনের উপর উঠে ডিস লাইনের সংযোগের তার পার করছিলেন উজ্জ্বল। এসময় অসাবধানবশত বিদ্যুতের তারে হাত পুড়লে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নবাকান্ত রায় উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –