• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি খাবারসহ বিভিন্ন অপরাধে পঞ্চগড়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরসহ ধাক্কামারা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। 
 
পরেশ চন্দ্র বর্মন জানান, অপরিচ্ছন্ন পরিবেশ খাবার রান্না করায় এবং ভাঙা প্লেটে তা পরিবেশ করায় ধাক্কামারা এলাকার নিরব ক্লাসিককে পাঁচ হাজার, বাসি খাবার পরিবেশন করায় তানভির রেস্টুরেন্টকে তিন হাজার ও আমদানিকারকবিহীন বিদেশি পণ্য রাখার দায়ে স্বদেশ সুপার শপকে পাঁচ হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।  

একই সঙ্গে সবাইকে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –