• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

পঞ্চগড়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় রাজনগর হাটের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পঞ্চগড় বাজারের রাজনগরে আজমাইল ফল ভাণ্ডারে ৫০০, ওহাব স্টোরে দুই হাজার, শফিকুল মুরগির দোকানে ৫০০, ভাইবোন পোলট্রি দোকানে ৫০০, বন্ধু স্টোরে ৫০০, মুরাদ মসলা স্টোরে দুই হাজার এবং আরিফা স্টোরে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে পরেশ চন্দ্র বর্মণ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় অঙ্কের জরিমানার পরিবর্তে আমরা সচেতনতা বৃদ্ধিতেই বেশি উৎসাহিত করি। অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো, তালিকা নিয়মিত হালনাগাদ করাসহ ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণে নির্দেশনা দেওয়া হয়।।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –