• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আগামী বছর নৌকাডুবির স্থলে সেতু নির্মাণ শুরু হবে: রেলপথমন্ত্রী

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

আগামী বছর নৌকাডুবির স্থলে সেতু নির্মাণ শুরু হবে: রেলপথমন্ত্রী             
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনাস্থলে সেতু নির্মাণ হবে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার দুপুরে রেলমন্ত্রী মাড়েয়া ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্যকেন্দ্র থেকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, সেতুটি হবে ওয়াই মডেলের, যা আগামী বছর শুরু হবে। সেতু নির্মাণ উপলক্ষে এরই মধ্যে নকশাসহ একনেকে পাস হয়েছে।

তিনি বলেন, সরকারের পক্ষে নৌকাডুবিতে মৃত্যের প্রত্যেক পরিবারকে সৎকারের জন্য ২০ হাজার টাকা এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, সব মরদেহ উদ্ধারের পর পরিবারগুলোর অবস্থা বিবেচনা করে কার জন্য কী করা যায়, সেটা বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গত রোববার মাড়েয়ার আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৬। এদের অধিকাংশই নারী ও শিশু।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –