• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, একজন আহত

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

পঞ্চগড়ের বোদায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মন (৩০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধায় উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় নিহতের চাচাত ভাই স্বপন চন্দ্র বর্মনের (২৪) হাত ঝলসে গেছে। নিহত প্রদীপ এবং আহত স্বপনের বাড়ি বোদা উপজেলা সদরের ডাঙ্গাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেলের পর বাড়ির পাশে ডাঙ্গাপাড়া গ্রামের মহেশ চন্দ্র বর্মনের ছেলে প্রদীপ এবং কৃপানাথ বর্মনের ছেলে স্বপন টানা জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় সামান্য বৃষ্টির সঙ্গে আকশ্মিক প্রচন্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক প্রদীপ অজ্ঞান হয়ে পড়েন এবং স্বপন দৌঁড়ে বাড়ির দিকে আসতে থাকেন। তবে বজ্রপাতের ঘটনায় স্বপনের একটি হাত ঝলসে যায়। পরিবারের সদস্যরা দুজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষণা করেন।

বোদা থানা পুলিশের ওসি সুজয় কুমার বলেন, বজ্রপাতের ঘটনায় বোদা সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে প্রদীপ নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –