• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রিতে   

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২  

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গত শুক্রবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলিয়াস। যা আজ  শনিবার ভোরে নেমেছে ১৭-তে, এমনকি ঘন কুয়াশাও দেখা যাচ্ছে প্রায়ই।

এ অবস্থায় তীব্র শীত অনুভব করছে এ অঞ্চলের মানুষ। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা ও শীত লাগায় অনেকেই গায়ে দিচ্ছে গরম কাপড়। কেউ কেউ তো লেপ-কম্বল ব্যবহার করতে শুরু করেছেন।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে পঞ্চগড়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা থাকে। তবে এবার কিছুটা আগেই শীত ও কুয়াশার আনাগোনা শুরু হয়েছে এ অঞ্চলে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শীত পড়তে শুরু করেছে। শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –