• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

মহাসড়ক থেকে বালু সরাতে সচেতনতা লিফলেট

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪  

পঞ্চগড়ের ঢাকা–বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের দুই পাশ দখল করে বালির স্তুপ করে অবৈধভাবে বালু সরবরাহের ব্যবসা করছেন স্থানীয় বালু ব্যবসায়ীরা। রাস্তার পাশে বালুর স্তুপ সরিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যবসায়ীদেরকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর।

সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইউসুফ আলীর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, দীর্ঘদিন থেকে রাস্তার পাশে বালুর ব্যবসা চলে আসার কারণে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ।  রাস্তার পাশে বালু রাখায় প্রতিনিয়ত উড়ছে ধুলোবালি। 

তিনি আরো বলেন, সাতমেরা ইউনিয়নের চাওয়াই ব্রিজ থেকে জগদল চারমাইল পর্যন্ত মহসড়কের দুই পাশে বালুর স্তুপ হয়ে আছে। মহাসড়কে দাঁড় করিয়েই ট্রাকে বালু লোড দেয়া হয়। ফলে সড়ক দুর্ঘটনাও ঘটে। আমরা ব্যবসায়ীদের সচেতন করতে প্রাথমিকভাবে লিফলেট বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –