• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপির কট্টরপন্থীদের কারণে অঙ্কুরেই বিনষ্ট বিএনপি’র পরিকল্পনা   

প্রকাশিত: ৪ আগস্ট ২০২১  

দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য এবার আগস্ট মাসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দলটি। জানা গেছে, আইনি প্রক্রিয়ায় আদায়ে ব্যর্থ হওয়ায় শোকের মাস আগস্টে ক্ষমতাসীন দলের আবেগকে পুঁজি করে খালেদা জিয়াকে মুক্ত করতে প্রয়াস চালাবে বিএনপি।

সে লক্ষ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন, দোয়া মাহফিলের আয়োজন, গরীব-দুঃখী মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে বিরোধীদলের রাজনৈতিক কার্যক্রমে শ্রদ্ধা ও সহমত পোষণ করার প্রস্তাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজি হবেন কিনা সেটি নিয়েও দলের অভ্যন্তরে সংশয় দেখা দিয়েছে। জামায়াত ঘেঁষা কট্টরপন্থী বিএনপি নেতাদের কারণে শেষ পর্যন্ত হয়তো মির্জা ফখরুলের এই শুভ উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট হতে পারে বলে মনে করছেন দলটির একাধিক সিনিয়র নেতা।

খালেদা জিয়ার মুক্তিতে ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে সম্ভাবনা ও সংশয় প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, সত্যি বলতে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি আদায় করতে ব্যর্থ হয়েছে দলটি। রাজনৈতিক উপায়ে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপিকে অবশ্যই ক্ষমতাসীনদের চাওয়া-পাওয়ার বিষয়ে মনোযোগ দিতে হবে। সেজন্য দলের মহাসচিব ১৫ আগস্ট শোক দিবস পালন, দোয়া মাহফিল আয়োজনের যে পরিকল্পনা করেছেন তা প্রশংসার দাবিদার। তবে মির্জা ফখরুলের মতো উদার নেতার মতোই জামায়াত ঘেঁষা কট্টরপন্থী নেতাও রয়েছেন দলে। তারা নিশ্চয়ই আমাদের এই উদ্যোগ প্রতিহত করবে।

তিনি আরো বলেন, সাংগঠনিক দুর্বলতা ও সংকটের মধ্যে সমঝোতার চেষ্টাকে নিশ্চয়ই প্রতারণা বা দালালি বলা চলে না। কৌশলী না হলে রাজনীতিতে টিকে থাকা মুশকিল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –