• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১  

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ জুন বিকেলে সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে নেশার টাকা দাবি করে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে জিয়াউল। এ সময় তার বৃদ্ধা মা জোহুরা বেগম বাধা দিতে গেলে তাকেও ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে জিয়াউল। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই রাতেই মারা যান জোহুরা বেগম।

ঐ ঘটনার পরদিন জিয়াউলের বাবা গাইবান্ধা সদর থানায় ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে জিয়াউলকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –