• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

৬ এপ্রিল পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত: ১২ মার্চ ২০২৪  

মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সোমবার (১১ মার্চ) রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো এ বছরের মাহে রমজানের আনুষ্ঠানিকতা। সেই হিসেবে আগামী ৬ এপ্রিল (২৬ রমজান) শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত ‘লাইলাতুল কদর। কেউ কেউ এ রাতকে শবে কদর হিসেবে জানে। এ রাতের যে কোনো আমলই হাজার মাসের আমল থেকে শ্রেষ্ঠ। এ জন্য রাতটি মর্যাদার বা সৌভাগ্যের। তাইতো মহান আল্লাহ এ রাতটিকে ‘লাইলাতুল কদর’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ বছর মঙ্গলবার সন্ধ্যায় রমজানের প্রথম ইফতার। সেই হিসেবে আগামী ৬ এপ্রিল লায়লাতুল কদর পালন করবেন দেশের মুসলিম উম্মাহ।

প্রতি বছরের মতো এবারো রমজান মাসে মসজিদে খতমে তারাবি পড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নির্দেশনা অনুযায়ী, তারাবির নামাজে প্রথম ৬ রমজানে কোরআন শরীফের দেড় পারা করে এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করা হবে।

সারা দেশের মুসল্লি, ইমাম-খতিব ও মসজিদ কমিটিকে একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায় করতে আহ্বান জানিয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –