• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

প্রথম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ দল এমনিতেই বিধ্বস্ত। এমন সময়ে টেস্ট সিরিজ খেলতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফিটনেস প্রমাণ সাপেক্ষে তাকে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল। ফিট হলে একাদশে নেওয়া হবে। শেষ পর্যন্ত খবর পাওয়া গেল, সাকিব প্রথম টেস্টে খেলতে পারবেন না। তিনি এখনো ম্যাচ খেলার ফিটনেস ফিরে পাননি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বলেছেন, 'সাকিবের হ্যামস্ট্রিংয়ের ইনজুরি এখনও ঠিক হয়নি। আমরা ধারণা করেছিলামই যে ওকে প্রথম টেস্টে পাব না। দ্বিতীয় টেস্টে পাব কিনা, তা এখনই বলা মুশকিল। আজ রাতে আমরা ফিজিওর রিপোর্ট হয়তো পেয়ে যাব। সেটা অনুযায়ী পরিকল্পনা করতে হবে।'

ইনজুরি আর ফর্মহীনতায় বাংলাদেশের অবস্থা এমনিতেই করুণ। আঙুলের চোটের কারণে খেলতে পারছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গতকাল সোমবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাতে চোট পেয়ে প্রথম টেস্টের দলে থাকতে পারেননি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আরেক পেসার শরিফুল ইসলামও চোটের কারণে নেই। ১৬ সদস্যের দলে সাকিবের নাম ছিল। তবে তার বদলি নেওয়া হচ্ছে না।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –