• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ওয়াইড বলে ডিআরএস চান ভেট্টোরি

প্রকাশিত: ৪ মে ২০২২  

ক্রিকেটে আউটের ক্ষেত্রে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালু আছে। তবে এবার ওয়াইড বলে ডিআরএস চান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।

সোমবার রাতে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও কোলকাতা নাইট রাইডার্স। ঐ ম্যাচে কিছু ওয়াইড নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে। কোলকাতা  ইনিংসে একটি অফ-সাইডের বলে ওয়াইড দেন অন-ফিল্ড আম্পায়ার। সেটি পছন্দ হয়নি রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। এমন আরো দুই-একটি ওয়াইডের সিদ্বান্ত পছন্দ হয়নি স্যামসনের।

ওয়াইড নিয়ে এসব কাণ্ডে খুশি নন ভেট্টোরি। ক্রিকেটের ওয়েবসাইট ইএসপিএনে বিশেষজ্ঞ আলোচনায় ভেট্টোরি বলেন, আমার মনে হয় না, স্যামসনের ঐ রিভিউতে আউটের কোন ভাবনা ছিল। অবশ্যই (ওয়াইডের ক্ষেত্রে ক্রিকেটারদের রিভিউ নিতে দেওয়া উচিত)। এই ধরনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় ক্রিকেটারদেরই সিদ্ধান্তের ভার নিতে দেওয়া উচিত।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –