• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সৌম্যর ফেরা প্রসঙ্গে যা ব্যাখা দিল বিসিবি

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩  

আগামী মাসে তিনটি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেখানে ফিরেছেন সৌম্য সরকার আফিফ হোসেন। অনেকের ধারণা, প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের কারণে সুযোগ পেয়েছেন সৌম্য।

শুক্রবার সিলেটে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সৌম্যের জাতীয় দলে ফেরার প্রসঙ্গে কথা বলেন। তিনি বললেন, ‘আমার মনে হয়, কোচের ইনপুট নিয়ে খুব বেশি আলাপ হওয়া উচিত নয়। দল যখন হয়, সবার ইনপুট নিয়েই করা হয়। সবাই একমত যখন হয়, তখনই দলটা গড়া হয়। আমাদেরও কিছু পছন্দ থাকে, কোচেরও থাকে। এমন নয় যে একজন ক্রিকেটার শুধু একজনের পছন্দেই দলে আসে।

সৌম্যকে নিয়ে নির্বাচকদের ভাবনার কথা জানিয়ে বাশার বলেন, ‘এবার আসলে আমাদের কিছু ফোর্সফুল পরিবর্তন করতে হয়েছে। মাহমুদউল্লাহ নেই, সাকিবকে পাওয়া যাচ্ছে না, অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা আমাদের কমে গেছে। নিউজিল্যান্ড সফর আমাদের জন্য সবসময়ই একটু কঠিন হয়। সেখানে আমাদের সাধারণত অনেক ধুঁকতে হয়। সেখানে নতুন কাউকে দেখার থেকে আমাদের মনে হয়েছে, এমন কাউকে নেই যে এই কন্ডিশনে আগে খেলেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –