• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

বিশ্বকাপের টিকিট পেতে পারেন যে ১৫ ক্রিকেটার

প্রকাশিত: ১৪ মে ২০২৪  

অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হতে যাচ্ছে আজ (মঙ্গলবার, ১৪ মে)। আনুষ্ঠানকিভাবে দুপুর সাড়ে ১২টায় দল দেবেন নির্বাচকরা।

সোমবার ঘোষণা করার কথা থাকলেও একদিন পিছিয়ে যাওয়ার কারণ তাসকিন আহমেদের ইনজুরি। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক মতো অনুসরণ না করায় নতুন করে চোটে পরতে হয়েছে ঢাকা এক্সপ্রেসকে। সূত্র বলছে, যুক্তরাষ্ট্র সিরিজতো বটেই বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে থাকলেও মিস করতে পারেন আসরের একাধিক ম্যাচ।

বোর্ড সভাপতি জানিয়েছিলেন সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে নির্বাচকরা। তবে রাত পেরিয়ে সকাল হলেও নীরব ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বদলে গেলো তারিখ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভঅবে বিশ্বকাপের দল দিবে বিসিবি।

একদিন পিছিয়ে যাওয়ার নেপথ্যে তাসকিন আহমেদের ইনজুরি। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পরেন এ ডানহাতি পেসার। সেসময় খুব একটা গুরুত্ব না দিলেও শেষ ম্যাচের আগে নেটে বল করার সময় ব্যথা বাড়ে তাসকিনের। প্রশ্ন উঠেছে এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে।

প্রথমত, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি। তাই আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি। অথচ ৪০ ডিগ্রি তাপমাত্রায় টানা আটটি ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেয়া হয়েছে। দ্বিতীয়ত, দলের সব পেসারকেই জিম্বাবুয়ে সিরিজে রোটেশন পদ্ধতিতে খেলানোর পরিকল্পনা ছিলো। বাকিরা বিশ্রাম পেলেও, তাসকিন তা পাননি।

সূত্র বলছে, তাসকিনকে নিয়ে আশাবাদী নির্বাচকরা। সুস্থ হয়ে ওঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। বিশ্বকাপ স্কোয়াডে থাকলে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে মার্কিন মুলুকে। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত। এমনকি মিস করতে পারেন বিশ্বকাপের পুরো যুক্তরাষ্ট্র পর্ব।

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –