• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

অভিযান সমাপ্ত ঘোষণা: পঞ্চগড়ে মেলেনি বাঘের সন্ধান

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০  

তিন চিতাবাঘের বিচরণে আতঙ্কে দিন কাটাচ্ছেন পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা কয়েক গ্রামের হাজারো মানুষ। এক কৃষকের গরু হত্যার পর প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও তিন দিন পর সেই অভিযান সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন ও বন বিভাগ।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের ইউএনও আরিফ হোসেন।

তিনি জানান, স্থানীয়দের মধ্যে এখনো বাঘ আতঙ্ক রয়ে গেছে। দুটি বাচ্চাসহ একটি চিতা বাঘ ওই এলাকার চা বাগান ও জঙ্গলে লুকিয়ে আছে এবং স্থানীয়দের গরু মেরে ফেলছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের আতঙ্ক কমাতে সেখানে বাঘ ধরতে অভিযান শুরু করে বন বিভাগসহ স্থানীয় প্রশাসন। শনিবার জঙ্গল ও বাগান কাটা শেষ হলেও বাঘের দেখা মেলেনি।

এর আগে, বুধবার সন্ধ্যায় একটি গরু মেরে ফেলার পর বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। সবার মধ্যে বাঘ নিয়ে আতঙ্ক শুরু হয়।

মুহুরীজোত গ্রামে বাঘগুলো ধরার জন্য শুক্রবার সকাল থেকে জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত সেই চা বাগান পরিষ্কারের করার কাজ শুরু হয়। এর পর শনিবার সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার কার্যক্রম শেষ হলে প্রশাসন ও বন বিভাগকে নিয়ে বাগান পরিদর্শন করে। কোন বাঘ না থাকায় বাগানে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হয়তো উৎসুক জনতার ভিড় দেখে বাঘ অন্যত্র পালিয়ে গেছে বা ফিরে গেছে। 

এ বিষয়ে দিনাজপুর বন বিভাগের কর্মকর্তা আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে বাঘের কোনো উপস্থিতি না পাওয়ায় কার্যক্রম রাতে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –