• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আটোয়ারী্তে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৬টি পরিবারের ১০৯টি ঘর ভষ্মিভূত হয়েছে।দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষিপুর-পাটসিড়ি এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা। 
প্রত্যক্ষদর্শী এবং পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লক্ষিপুর-পাটসিড়ি এলাকার শরিফ উদ্দীনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় মুহুর্তে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা  ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই ৩৬টি পরিবারের ১০৯টি বাড়ি সম্পুর্ণ পুড়ে যায়। 
অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র, ধান-চাল,স্বর্ণালঙ্কার, নগট টাকাসহ সম্পুর্ণ মালামাল এবং প্রতিটি বাড়ির অঙ্গিনায় পুঞ্জি (পালা) করে রাখা খড়সহ আমন ধান পুড়ে গেছে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিরঞ্জন সরকার বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন। 
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে উপজেলা পরিষদ থেকে একহাজার করে টাকা এবং জেলা প্রশাসনের সহায়তায় ৩০ কেজি করে চাল ও চারটি করে কম্বল প্রদান করা হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –