• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আরও ১০ হাজার কিমি নৌপথ খনন করা হবে- প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৮ জুন ২০২১  

সরকার আরও ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার এ পর্যন্ত আড়াই হাজার কিলোমিটার নৌপথ খনন করেছে। আর ১০ হাজার কিলোমিটার খনন করা হবে।

বৃহস্পতিবার (১৭ জুন) পটুয়াখালী নদীবন্দর ও গলাচিপা উপজেলার বগা লঞ্চঘাট পরিদর্শনের সময় এ কথা জানান প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ড্রেজিংয়ের ক্ষেত্রে সক্ষমতা বেড়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। এ পর্যন্ত ২ হাজার ৫০০ কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে। আরও ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করতে আমরা সক্ষম হবো। দক্ষিণাঞ্চলের মানুষের নৌপথে যাতায়াত সহজ রাখতে প্রয়োজনীয় ড্রেজিং অব‍্যাহত থাকবে। নদী তীর ভাঙনরোধে এবং নদীর প্রবাহ ঠিক রাখতে নৌপথ ড্রেজিংয়ের কাজ অব‍্যাহত থাকবে।

এসময় অন্যান্যদের মধ‍্যে সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু, বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান গোলাম সাদেক, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. দেলোয়ার হোসেন ও প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –