• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কানে কম শুনছেন?

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

কানে কম শুনছেন?                           
অনেকে কানে কম শুনতে পান। প্রথমে কানের সমস্যা বোঝা না গেলেও আস্তে আস্তে মানুষ তা বুঝতে শুরু করেন। অনেকে এসব শুনলেও তা এড়িয়ে চলেন। ধীরে ধীরে মানুষ কানে না শোনার সমস্যা বুঝেন। কিন্তু যারা বোঝেন না, তারা কিভাবে বুঝবেন? 

তা একটু ভেবে দেখা দরকার:

পেছনের শব্দ না পাওয়া
আমাদের চারপাশে এমন অনেক শব্দ আছে যা আমরা অতটা গুরুত্বপূর্ণ মনে করি না। সকালে বের হওয়ার পর পাখির কিচিরমিচির শব্দ। ঘরের ভেতরের কিছু টুংটাং শব্দ। এসব ব্যাকগ্রাউন্ডের শব্দ না শুনতে পেলে বুঝতে হবে আপনার কানে সমস্যা হয়েছে।

টিটিনাস
কানে এই সমস্যার কারণে এক প্রকার রিং এর শব্দ পাওয়া যায়। এই রোগে আক্রান্ত হলে অনেকেই পরে কানে কম শোনেন। বিশেষত আমেরিকায় অনেক মানুষ এই রোগে আক্রান্ত।

শব্দ না শুনে ঠোঁটের অঙ্গভঙ্গিতে কথা বুঝে নিতে হয়?
কানে কম শুনলেও অনেকেই ঠোঁটের নড়াচড়া লক্ষ্য করেন বেশি। এমন হলে বুঝতে হবে শ্রবণশক্তিতে কোনো বড় সমস্যা হয়েছে।

ভিড়ে কথা শোনেন না
জনবহুল জায়গায় কথা শুনতে অসুবিধা হলেও বুঝতে হবে কানে সমস্যা আছে।

এক কানে কম শোনা
অনেকে একটি কানে কম শোনেন। এটিও একটি বড় সমস্যা। সচরাচর এসব সমস্যার ক্ষেত্রে অনেকেই জন্মগত বা স্বাভাবিক বিষয় ভাবেন। এ নিয়ে বিভ্রান্তিকর লেখাও আছে। তবে এমন ভাবার কারণ নেই। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –