• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে নিয়ম না মানায় ৪০টি মোটর সাইকেল আটক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

সরকারের নির্দেশনা না মেনে শহরে অহেতুকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ৪০টি মোটর সাইকেল আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশে শহরের ঘোষপাড়াস্থ জিরো পয়েন্টে সিনিয়র ট্রাফিক সার্জেন্ট বানিউল আনাম এসব মোটর সাইকেল আটক করেন।

ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার জানান, পুলিশ সুপারের নির্দেশে শহরের প্রবেশ মূখ ত্রিমোহনী, কেতারমোড় ও ধরলাব্রীজে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও শহরের ভিতরে যারা অহেতুক ঘোরাফেরা করছেন তাদের মোটর সাইকেলগুলো আটক করা হচ্ছে। যারা জরুরী প্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। 

অপরদিকে যৌক্তিক কোন কারণ দেখাতে না পারায় ৪০টি মোটর সাইকেল কুড়িগ্রাম সদর থানায় জমা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে সেগুলো প্রকৃত মালিককে ফেরত প্রদান করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –