• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কৃষি পুনর্বাসনের আওতায় ডোমারে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

কৃষি পুনর্বাসনের আওতায় ডোমারে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ শুরু হয়েছে। এখন ফুটতে শুরু করেছে ফুল।

কৃষক রাম বাবু ও ইয়াকুব আলী জানান, অন্য ফসলের চেয়ে সূর্যমুখী চাষে খরচ কম, কিন্তু লাভ বেশি। রোপণ থেকে কর্তন পর্যন্ত ২-৩ হাজার টাকা খরচ হয়। বিঘাপ্রতি সাত-আট মণ ফলন পাওয়া যায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব বলেন, সূর্যমুখীর ফুল ঝড়ে বীজ সংগ্রহ করতে ১১০ দিন সময় লাগে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান জানান, কম খরচে বেশি লাভের সুযোগ থাকায় অনেকেই সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

বিশেষজ্ঞগণ জানান, সরকার কৃষিক্ষেত্রে পর্যাপ্ত প্রণোদনা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করেই যাচ্ছে। ফলে কৃষকগণও নতুন নতুন ফসল চাষে আগ্রহী হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –