• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শনিবার দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

নিহতরা হলো- নুরপুর দক্ষিণপাড়া গ্রামের বাদল চন্দ্র সরকারের ছেলে উৎপল চন্দ্র সরকার (১৮) ও তার মা সাধনা রানী (৪৭)। নিহত উৎপল চন্দ্র সরকার সাদুল্যাপুর সরকারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, পার্শ্ববর্তী পুরাণ লক্ষীপুর গ্রামের মনি মিয়া তাহার নুরপুর দক্ষিণপাড়াস্থ বোরো ধান ক্ষেতে কীটনাশক ছিটানোর জন্য শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উৎপল চন্দ্র সরকারকে ডেকে নিয়ে যান। অসাবধানতাবশত কীটনাশক ছিটানোর সময় ওই জমিতে ছিড়ে পরে থাকা বিদ্যুতের তার উৎপল চন্দ্র সরকারের পায়ে জড়িয়ে পরে। এতে সে চিৎকার করে জমিতে পড়ে যায়। 

বিষয়টি দেখে পাশের ধান ক্ষেতে কর্মরত লোকজন চিৎকার শুরু করে। চিৎকার শুনে উৎপলের মা বাড়ী থেকে দৌড়ে এসে কিছু বুঝে উঠার আগেই ছেলেকে জড়িয়ে ধরেন। এতে মা ও ছেলে দুইজনেই বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। 

তিনি আরও জানান, ওই এলাকার জনৈক এক ইট ভাটা মালিক তার নিজ বসতবাড়ীস্থ একটি মাদ্রাসা থেকে পাশেই নিজ ইট ভাটাতে অস্থায়ীভাবে এই বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। দিনের কোন এক সময়ে ওই বিদ্যুৎ সংযোগের তার সবার অগোচরে ছিড়ে এই জমিতে পরে ছিল। এই নিয়ে থানায় শনিবার দুপুরে মৃত. উৎপলের বড় ভাই সবুজ কুমার সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত অব্যাহত রেখেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –