• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঘুম থেকে জেগে পড়ার দোয়া

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা বলেন-

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,

وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
রাত্রিকে করেছি আবরণ।

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
দিনকে করেছি জীবিকা অর্জনের সময় (সূরা: আন-নাবা, আয়াত: ৯, ১০ ও ১১)।

ঘুমের মাধ্যমে মানুষের প্রশান্তি লাভের পর ঘুম থেকে ওঠার সময় মানুষকে আল্লাহর শোকরিয়া আদায় করার কথা বলেছেন-

হাদিস শরিফে এসেছে-
হজরত হুযাইফা (রা.) বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন,

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا أَمَاتَنَا ، وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণ : আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর। 

অর্থ : প্রশংসা আল্লাহর জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান। (মুসলিম, আসসাহিহ : ২৭১১)।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –