• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চুলের সিঁথিই বলে দেবে আপনি কেমন মানুষ

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২  

চুলের সিঁথিই বলে দেবে আপনি কেমন মানুষ                        
আপনি কীভাবে সিঁথি কাটেন? মাঝখানে, বাম দিকে, নাকি ডান দিকে? জানেন কি, স্রেফ আপনার সিঁথি কাটার ধরন দেখে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব? এমনকি, আপনার ব্যক্তিত্ব কেমন, তাও বলা সম্ভব। 

চলুন তবে জেনে নেয়া যাক সিঁথি দেখে মানুষ চেনার উপায় সম্পর্কে- 

যে নারীরা বাম দিকে সিঁথি কাটেন তারা কেমন মানুষ?
যারা বাম দিকে সিঁথি করতে পছন্দ করেন, তারা বিশ্লেষণাত্মক এবং ‘পুরুষালি’ স্বভাবের হন। তারা আবেগের পাশাপাশি যুক্তিতেও সমান বিশ্বাসী। এমন নারীরা অপরের উপর নির্ভরশীল নন, স্বাধীনচেতা স্বভাবের হন। তারা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সব কাজই গুছিয়ে করতে পছন্দ করেন। তারা নিজেকে নিয়েই থাকতে পছন্দ করেন, অন্যরা কী ভাবল, তাতে তাদের কিছু এসে যায় না। এমন নারীরা ক্ষমতায় থাকতে পছন্দ করেন।

যে নারীরা ডান দিকে সিঁথি কাটেন তারা কেমন মানুষ?

যারা ডান দিকে সিঁথি করতে পছন্দ করেন তারা খুব নরম ও সংবেদনশীল স্বভাবের মানুষ হন। অপরের পাশে থাকতে পছন্দ করেন তারা। তারা আত্মকেন্দ্রিক স্বভাবের হন না, সমাজের পাশে থাকতে পছন্দ করেন। তারা খুব বেশি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারা হৃদয় দিয়ে ভাবেন, মস্তিষ্ক দিয়ে নয়। হাসিখুশি থাকতে পছন্দ করেন।

যে নারীরা মাঝে সিঁথি কাটেন তারা কেমন মানুষ?

যারা মাঝে সিঁথি কাটতে পছন্দ করেন, তারা ভারসাম্যপূর্ণ, পরিষ্কার মনের, নির্ভরযোগ্য, বুদ্ধিমান, নম্র এবং অত্যন্ত সরল প্রকৃতির মানুষ হন। তারা জীবনে উচ্চাকাঙ্ক্ষী হন। কঠিন পরিস্থিতি সামনে এলে তারা খুব ঠান্ডা মাথায় সেটা সামাল দিতে পারেন।

সূত্র: আনন্দবাজার 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –