• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি ও সামর্থ্য নেই বিএনপির

প্রকাশিত: ১৮ জুন ২০২১  

দলকে সাংগঠনিকভাবে শক্ত করা বাদ দিয়ে সিনিয়র নেতারা একে অপরের পা টানাটানিতে ব্যস্ত বলে গুঞ্জন উঠেছে বিএনপির অভ্যন্তরে। এ পরিপ্রেক্ষিতে বিএনপির রাজনীতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দলের হাইকমান্ড। দলের একাধিক সিনিয়র নেতার সঙ্গে একান্ত আলাপকালে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপিকে বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে দলের বর্তমান বাস্তবতায় কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি ও সামর্থ্য বিএনপির নেই।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কর্মসূচি না থাকায় তৃণমূল নেতাকর্মীরা হতাশার সাগরে ভাসছেন। এছাড়া সিনিয়র নেতাদের সঙ্গে তারেক রহমানের কাজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তারেক রহমানের সমন্বয়হীনতার সম্পর্কে পুরোপুরি জেনেও দলের ভেতর অবস্থান ধরে রাখতে মুখ বুঝে সব সহ্য করছেন সিনিয়র নেতারা। 

বিএনপির গোঁজামিল অবস্থার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, দল ঢিমেতালে চলছে, এ কথা ঠিক। পদ হারানোর ভয়ে অনেকেই মুখ বুঝে অন্যায় সহ্য করছেন। আসলে সত্য উচ্চারণ করার সাহস অনেকেরই নেই। দলকে সংগঠিত করার বদলে ক্রমাগত ভুলের কারণে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছে বিএনপি। শিগগিরই সব দুর্বলতা দূর করে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে। না হলে দলের অবস্থা আরো সংকটাপন্ন হবে।

এ বিষয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বলেন, এ উপমহাদেশে পরিবারতন্ত্রের চর্চা খুবই প্রবল। এ হিসেবে তারেক রহমানই এগিয়ে। তবে শুধু তারেক নির্ভরতার কারণে দলে বিকল্প নেতৃত্ব উঠে আসছে না। অচিরেই এটি নিয়ে আমাদের ভাবার প্রয়োজনীয়তা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, খালেদা জিয়ার বয়স বাড়ার পাশাপাশি তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থানের জন্য বিকল্প নেতৃত্ব নিয়ে এমন প্রশ্ন আসাটাই গণতান্ত্রিক রাজনীতির অংশ। তবে বাস্তবতা হলো, এমন প্রশ্ন বিএনপি গ্রহণ করবে কি-না?  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –