• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয় পরিচয়পত্র অনলাইনে যাচাই করার নিয়ম

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

একসময় জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য ৩ থেকে ৫ দিন অপেক্ষা করতে হতো। কিন্তু এখন সহজে এবং দ্রুত পদ্ধতিতে এনআইডি যাচাই করা যায়। সব ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ‘পরিচয়’ নামের অ্যাপ ব্যবহার করে সহজেই এনআইডি নিশ্চিত হতে পারবে।
পরিচয় অ্যাপ ও ওয়েবসাইটের ( www.porichoy.gov.bd ) মাধ্যমে মূলত এনআইডি কার্ডের নাম্বারটি থেকে গ্রাহকদের তথ্য যাচাই-বাছাই করা হবে। প্রাথমিকভাবে গ্রাহকের নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স ও ঠিকানা যাচাই করা যাবে।

ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট খোলার মতো যেসব কাজে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজন হয়, সেসব কাজ সহজসাধ্য হবে। কারণ ‘পরিচয়’ ব্যবহার করলে জাতীয় আইডি যাচাই করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। যেকোনো প্রতিষ্ঠান অ্যাপ ও ওয়েসবাইটের মাধ্যমে  জাতীয় আইডি শনাক্তের ফলাফল সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –