• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝিমিয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

দীর্ঘ পরিকল্পনার পরও আন্দোলনে ব্যর্থ হওয়ায় ঝিমিয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীরা। গেল ১০ ডিসেম্বরের মহাসমাবেশে যে পরিমাণ নেতাকর্মী-সমর্থক অংশ নিয়েছিল, তার অর্ধেকেরও কম নেতাকর্মী এসেছে ১১ জানুয়ারির গণঅবস্থান কর্মসূচিতে। একের পর এক কর্মসূচি পালন করেও ফলাফল না পেয়ে দলবিমুখ হয়ে পড়ছে নেতাকর্মীরা।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ৮ অক্টোবর চট্টগ্রাম মহানগরে, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে এবং ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করেছে বিএনপি। তবে কোনো সমাবেশেই আশানুরূপ জনসমাগম হয়নি। 

সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে সমাবেশের অংশ হিসেবে গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করে বিএনপি। এ কর্মসূচিতে ১০ লক্ষাধিক লোকের সমাগম করার ঘোষণা দিলেও ৩০-৩৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহণেই তাদের সন্তুষ্ট থাকতে হয়। সেই সমাবেশ থেকে ১০ দফা দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দলটি।

কোনো কর্মসূচিতেই নেতাকর্মীদের আশানুরূপ সাড়া মিলছে না। এ থেকেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিএনপি নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছে।

তারা বলছেন, একের পর এক আন্দোলন করেও সঠিক পরিকল্পনার অভাবে সফল হয়নি বিএনপি। ফলে নেতাকর্মীরা হতাশ হয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছে। এভাবে চলতে থাকলে বিএনপি আগামী কোনো কর্মসূচিতে জনগণের সমর্থন তো দূরের কথা কর্মীদের সমর্থনই পাবে না। তাই আগামীতে যেকোনো কর্মসূচির আগে বিএনপিকে সঠিক পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করতে হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –