• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

টাইগারদের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট

প্রকাশিত: ৬ মার্চ ২০২২  

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টি-২০তে বড় হার দেখেছে স্বাগতিক বাংলাদেশ। ফিল্ডিং ব্যর্থতায় তিনটি ক্যাচ ছেড়ে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহর দল। আবার এদিকে, এই সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ছিল না কোন ফিল্ডিং কোচ। রাজিন সালেহকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছিল ফিল্ডিং কোচের কাজ সামলানোর জন্য। 

আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-২০তে ক্যাচ মিসের রেশ কাটতে না কাটতেই জানা গেল, নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ান শেন টিমোথি ম্যাকডারমটকে জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ পদে নিয়োগ দিয়েছে বিসিবি।

আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে। শনিবার রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। জানা গেছে, ব্যাটিং কোচ জেমি সিডন্সের সুপারিশে ৪১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানকে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ ম্যাকডারমট কাজ করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডারমট।

এছাড়া, বিসিবি একাডেমি ও এইচপির হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে এ অস্ট্রেলিয়ানের। ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার একদিন আগেই, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –