• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

টিসিবি ২৫ টাকা দরে আলু বিক্রিতে নামছে আজ থেকে

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ  বুধবার ট্রাকের মাধ্যমে আলু বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশে বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রি শুরু করবে।

জনপ্রতি ২ কেজি করে ২৫ টাকা দরে আলু বিক্রি করা হবে। একই সঙ্গে পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

টিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নাগরিক সমাজ। তারা বলেন, সরকার সবসময় জনগণের কল্যাণের জন্যই কাজ করেন। এই উদ্যোগ তার বাস্তব প্রমাণ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –