• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ট্রাকভর্তি অস্ত্র ও মাদকসহ সাতজন গ্রেফতার

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

সাভারের আমিনবাজারে ট্রাকভর্তি অস্ত্র ও মাদকসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মো. নাসিরুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মো. সাইরন আলী, সাহাবুর ইসলাম, আবু সায়েম, শামীম রেজা। শনিবার দুপুরে আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এক হাজার ৫৬২ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ছয়টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

সিনিয়র এএসপি সাজেদুল আরো জানান, গ্রেফতার সাতজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সাভার, আমিনবাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ বিভিন্ন স্থানে ফেনসিডিল পাচার করছিলো।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –