• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁও মুক্ত দিবস আজ

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

ঠাকুরগাঁও মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে ঠাকুরগাঁও হানাদার মুক্ত হয়েছিল।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকসেনারা ঝাঁপিয়ে পড়ে নিরহ বাঙালিদের ওপর। তাদের প্রতিরোধ করতে সারাদেশের মতো ঠাকুরগাঁওবাসীও গড়ে তুলেছিল দুর্বার আন্দোলন।

প্রায় আট মাস যুদ্ধের পর ২৯ নভেম্বর পঞ্চগড় হাতছাড়া হওয়ার পর ঠাকুরগাঁওয়ে ঘাঁটি স্থাপন করে পাকবাহিনী। ৩০ নভেম্বর পাকসেনারা ব্রিজ উড়িয়ে দেয়। ১ নভেম্বর কমান্ডার মাহবুব আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ঠাকুরগাঁওয়ের দিকে আসে।

মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২ ডিসেম্বর পিছু হটতে বাধ্য হয় পাকবাহিনী। ৩ ডিসেম্বর বিজয়ের বেশে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। স্বদেশের পতাকা উড়িয়ে ‘জয় বাংলা’ ধ্বনিতে আনন্দ-উল্লাস করেন এলাকার মুক্তিকামী মানুষ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –