• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

তেঁতুলিয়ায় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

"জীবনের আগে জীবিকা নয়; সড়ক দুর্ঘটনা আর নয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টায় তেঁতুলিয়া হাইওয়ে থানা থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভজনপুর শ্রমিক ইউনিয়ন মাঠে আলোচনা সভায় অংশ নেয়।

হাইওয়ে থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল কাদির জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছেদ আলী, সার্জেন্ট সফিউর রহমান, নিসচা তেঁতুলিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইবরাহিম আলী প্রমূখ। এসময় বক্তারা বলেন, লাইসেন্স বিহীন চালক ও ট্রাফিক আইন না মানার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। 

এছাড়াও র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –