• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

`দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ` কৃতক লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

দক্ষ ও সমৃদ্ধশালী সমাজ গড়ে তুলবে তরুণরা, এ লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কৃতক আয়োজিত চার দিন ব্যাপী একটিভ সিটিজেন ইউথ লিডারশিপ ট্রেনিং।

আত্ন নির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩২ জনকে প্রশিক্ষণ দেয়া হয় । প্রশিক্ষণে তরুণদের বিভিন্ন সংস্কৃতি, দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য, নারীর অধিকার নিশ্চিত করণ, নারী বৈষম্য নিয়ে আলোচনা করা হয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কিভাবে করা যায় তা নিয়ে পরিকল্পনা করা হয়।

তরুণ প্রজন্মের উদ্দেশ্য আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার রাজীব আমজাদ, একাউন্ট অফিসার অধীশ দাশ, একটিভ সিটিজেন সহায়ক ইমরান হোসেন হোসেন রাজু, সাথী হালদার এবং নাজনীন।

প্রশিক্ষণের শেষ দিনে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের একাউন্ট অফিসার অধীশ দাশ বলেন, স্বপ্ন কে লালন শুধু নয় তা বাস্তবায়নের জন্য দরকার প্রত্যাশিত প্রতিশ্রুতি। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে কারণ তারাই দেশের মালিক, সামাজিক দায় বদ্ধতাও তাদের।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –