• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দেয়ালে ট্রাম্পের ছবি না টাঙ্গানোর অপরাদে রাষ্ট্রদূতকে বরখাস্ত!

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি না টাঙ্গানোয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছিলেন ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে’র ‘মর্নিং শো’ নামক এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইউক্রেনে নিয়োগ দেয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি ইয়োভানোভিচ তার কার্যালয়ে আমার ছবি টাঙ্গাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। 

তবে তিনি এ ঘটনা নিয়ে আর বিস্তারিত কিছু বলেননি। 

ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন মামলা তদন্তে ১২ জন সাক্ষীর মধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি ইয়োভানোভিচ অন্যতম। গত সপ্তাহে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্যদানের সময় তিনি অভিযোগ করেছিলেন, প্রশ্নবিদ্ধ উদ্যেশের লোকজনের মিথ্যা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিলো। 

সূত্র : বিবিসি

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –