• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নিয়মিত ক্লাস না নেয়ায় ১০ শিক্ষককে শোকজ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসলেও শিক্ষকরা নিয়মিত ক্লাস না নেয়ায় লালমনিরহাটের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষককে শোকজ নোটিশ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই দুই বিদ্যালয়ের ১০ শিক্ষককে সাত কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব চেয়ে এ নোটিশ দেয়।  

এছাড়া বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত না হওয়ার অপরাধে ওই দুই বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউপির চর খাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর কুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষকই যথাসময় বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না। এ সংক্রান্ত একটি অভিযোগ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দেয় অভিভাবকরা। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দেন। 

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম অভিযোগের সত্যতা পেয়ে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষককে শোকজ ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন। এর আগে জেলা শিক্ষা অফিসার গোলাম নবী ওই দুই বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে কারণ দর্শানোর জবাব চেয়েছিলেন।

লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম জানান, তদন্তের দায়িত্ব দেয়ার পরপরই ওই ১০ শিক্ষককে শোকজ নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও নোটিশের জবাবের পর তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –