• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ন্যায্যমূল্যের দাবিতে রংপুরে মহাসড়কে ধান ফেলে বিক্ষোভ

প্রকাশিত: ১৬ মে ২০১৯  

ধানের ন্যায্যমূল্য দাম ও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে ধান ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। কৃষক সংগ্রাম পরিষদের আহ্বানে বিক্ষোভে বিপুল সংখ্যক কৃষক অংশ নেন।

বিক্ষোভস্থলে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতা পলাশ কান্তি নাগ, কৃষক সাহেব আলী, সরোয়ার হোসেনসহ অন্যান্যরা।

কৃষকরা অভিযোগ করেন, এক মণ ধান ফলন করতে কমপক্ষে ৭ থেকে ৮শ’ টাকা খরচ হয়। সেখানে বাজারে এখন প্রতিমণ ধান ৪শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। তার পরেও খদ্দের মিলছে না। অন্যদিকে সরকার ধান চাল কেনার কথা বললেও এখন পর্যন্ত রংপুরে কোনও ধান কেনা শুরু করে নাই। এমন অবস্থায় কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সে কারণে তারা আন্দোলনে নেমেছেন। পরে কৃষকরা তাদের উৎপাদিত ধান মহাসড়কে ফেলে দিয়ে বিক্ষোভ করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –