• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড় চা পাতার ন্যায্য মূল্যসহ ৬ দফা দাবিতে চা চাষীদের মানববন্ধন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্য মূল্যসহ ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পঞ্চগড় ক্ষুদ্র চা চাষীরা।

বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশন বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে পঞ্চগড়ের পাঁচ উপজেলার ক্ষুদ্র চা চাষীরা অংশ নেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান ও বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসাসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন সহ চা চাষীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বিদেশ চা আমদানিতে নিরুৎসাহিত করা এবং সীমান্ত দিয়ে অবৈধ ভাবে চা প্রবেশ বন্ধ করা, ভারত থেকে শুল্কমূল্য চা প্রবেশাধিকার না দেয়া, কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করা, পঞ্চগড়ে সরকারি ভাবে চা কারখান স্থাপন ও একটি অকশন মার্কেটসহ ৬ দফা দাবি জানান। চা চাষীরা জানান, পঞ্চগড়ের চা কারখানা মালিকদের সিন্ডিকেটে চরম দুর্ভোগ পড়েছে চাষীরা। মূল্য নির্ধারণ কমিটির দরও তারা মানছেননা। বছরের শুরুতে ৩৫ টাকা থেকে ৩৮ টাকা কেজিতে চা বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১২/১৫ টাকায়। এতে তাদের লোকসান গুণতে হচ্ছে। নতুন করে ভারত থেকে শুল্কমূল্য চা আমদানির গুঞ্জন শোনা যাচ্ছে। এমনটি হলে দেশের সমতল সহ চা শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে চা চাষী ও শ্রমিকরা। বিশেষ করে সমতলের চা চাষীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা জানান।

পরে তারা ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –