• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে আন্তঃনগর ট্রেনের আরও ১০০ আসন দেয়া হবেঃ রেলমন্ত্রী সুজন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

ইন্দোনেশিয়া থেকে নতুন কোচ দেশে এলে পঞ্চগড় থেকে ঢাকা রুটে পঞ্চগড়ের জন্য আন্তঃনগর ট্রেনে আরও ১০০টি আসন বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন। 

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, এখন থেকে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া যাত্রীদের কাউকে টিকিট দেওয়া যাবেনা। তিনি আরো বলেন এক স্থানের  টিকিট অন্য স্থানের মানুষের কাছে বিক্রি করা যাবেনা। এবং রেল বিভাগের কোন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুনীতির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণকে হয়রানী করে যদি কোন দুনীতি হয় তাহলে এধরনের কোন ঘটনা অন্তত রেল বিভাগ বরদাস্ত করবে না। 

রেলের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। পঞ্চগড় থেকে  বাংলাবান্ধা স্থল বন্দর পর্যন্ত রেলযোগাযোগ সম্প্রসারিত হবে।  আগামী কয়েক মাসের মধ্যে ৫০ টি নতুন কোচ আমদানি করা হবে । বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় রেল স্টেশন পরিদর্শন করতে গিয়ে রেল মন্ত্রী নরুল ইসলাম সুজন এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন হাইস্পিট ট্রেন চলাচলের কাজ শুরু হয়ে গেছে , প্রত্যেক জেলার সঙ্গে রেলের সংযোগ হবে, উত্তরবঙ্গের জন্য আলাদা রেল ব্রীজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা, চিলাহাটি থেকে হলদিবাড়ি  হয়ে ভারতের সাথে রেল যোগাযোগের কাজ অচিরেই শুরু হবে। মায়ানমার হয়ে চীনের সাথে রেল যোগাযোগের উদ্যেগ নেয়া হচ্ছে । এসব কাজ জনগণের চাওয়ার আগেই সরকার উদ্যোগী হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার দক্ষনেতৃত্বে রেলযোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। সরকার রেলওয়ে যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –