• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে কোয়ারেন্টাইন থেকে পালিয়েছে ভারত ফেরত ৪ জন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১  

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১২ জনকে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছিল প্রশাসন। সেখান থেকে চারজন পালিয়ে গেছেন। তারা হলেন- ঠাকুরগাঁওয়ের মিন্টু, রফিকুল ইসলাম ও লাবনী আক্তার, দিনাজপুরের সাদেকুল ইসলাম।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়ার ইউএনও সোহাগ চন্দ্র সাহা। তিনি জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আসা ১২ জনকে তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দীন স্কুল অ্যান্ড কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। ওইদিন সন্ধ্যায় সেখান থেকে চারজন পালিয়ে যান। রাতে তাদের মধ্যে দুইজন ফিরে আসে।

তিনি আরো জানান, পলাতক বাকি দুইজন নিজেদের বাড়িতে চলে গেছেন। তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।

ইউএনও জানান, তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দীন স্কুল অ্যান্ড কলেজে ৫০টি শয্যা রয়েছে। বর্তমানে সেখানে ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –