• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে ডায়াবেটিক হাসপাতাল: সুফল পাচ্ছেন জেলার ডায়াবেটিক রোগিরা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮  

পঞ্চগড় জেলায় ডায়াবেটিক হাসপাতাল হওয়ায় সুচিকিৎসা পাচ্ছে এ জেলার মানুষ। সুযোগ্য  নিজস্ব চিকিৎসক আর  উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়ায় দিন দিন বাড়ছে ডায়াবেটিক রুগীর সংখ্যা। হাসপাতালে প্রতিদিন দেখা যায় রোগীদের ভীড়। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে গড়ে ৮০ থেকে ৯০ জন নতুন ও পুরাতন রোগী চিকিৎসা সেবা নিতে আসে এই হাসপাতালে। আর কাঙ্খিত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। কেবল ডায়াবেটিক রোগীরাই নয়, এখানে রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য সিজারিয়ান ব্যাবস্থা। এছাড়াও এ হাসপাতালে রয়েছে প্যাথলজি সেবা।বিভিন্ন রোগের রোগীরাও আসেন পরীক্ষা নিরিক্ষার জন্য। এক সময় এ জেলার মানুষ ডায়াবেটিক চিকিৎসার জন্য দিনাজপুর, রংপুর, এমন কি আরো দূরে যেতে হতো চিকিৎসার জন্য। এতে নানা ধরনের ভোগান্তিতেও পড়তে হত রোগীদের, অন্যদিকে খরচের ক্ষেত্রেও হিমশিম খেতো স্বল্প আয়ের মানুষেরা। তাই এ জেলার মানুষের দাবি ছিলো একটি ডায়াবেটিক হাসপাতাল নির্মানের। পঞ্চগড় জেলার মানুষের দাবি পূরণের লক্ষ্যে গত ৩১শে জানুয়ারী ২০১৩ সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পঞ্চগড়ে এসে কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এর মধ্যে অন্যতম ছিলো পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল। সরকারের উন্নয়নের ধারা বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৭কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ৪র্থ তলা ভবনের এই হাসপাতাল নির্মান করা হয়। ভবনটি বাস্তবায়ন করেন সমাজ সেবা অধিদপ্তর ও পঞ্চগড় ডায়াবেটিক সমিতি। এই হাসপাতালটি নির্মিত হওয়ায় জেলার সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছে।
তেতুুঁলিয়া উপজেলার কলোনী পাড়ার লাকী আকতার বলেন, এই ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়ে আমি সিজার করেছি, সুন্দর ও মনোরম পরিবেশ, চিকিৎসা সেবার মান অনেক উন্নত।
পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বাসিন্দা মোঃ তরিকুল ইসলাম জানান, আমি ৩ বছর থেকে ডায়াবেটিক রোগে ভুগছি। এই চিকিৎসার জন্য এখন আর দুরে কোথাও যেতে হয়না। পঞ্চগড়েই চিকিৎসা নিচ্ছি। হাসপাতালটি হয়ে পঞ্চগড় বাসির অনেক উপকার হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –