• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনদিন শীত বাড়ছে। সোমবার এ উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩  দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। যা আজ সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় সারাদেশের তুলনায় পঞ্চগড়ে শীত বেশি পড়ে। এ বছর শীত ঋতুর দেড় মাস আগেই তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ১০-১৫ দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে পুরো জেলা। হিমালয়ের বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে কমে তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চারদিক কুয়াশাচ্ছন্ন থাকে। ১০ দিন ধরে তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন স্থানে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমকি ৭ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –