• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে ভূমিহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১  

পঞ্চগড়ের সদর উপজেলা রাজনগড় (সাবেক গাড়াতি ছিটমহল) এলাকায় ভূমিহীন ও আশ্রয়হীন মানুষের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শন, শীতবস্ত্রসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অথিতি রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। 

সোমবার বিকেলে জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের রাজনগড় (সাবেক গাড়াতি ছিটমহল) এলাকায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়- প্রত্যেককে ১লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মাণাধীন ২০৮ টির মধ্যে ১৩টি ভূমিহীন ও আশ্রয়হীন পরিবারকে দেয়া ঘড় পরিদর্শন করেন। এছারাও শীতবস্ত্রসহ খাদ্যসামগ্রী তাদের হাতে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অথিতি। 

এ সময় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে দুস্থ পরিবার ও শিক্ষার্থীদের মাঝে ২১ জনকে ৩ থেকে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদানসহ প্রত্যেককে একটি করে কম্বল হাতে তুলে দেয়া হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –