• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী অলেক্সিই হনচারুক। তিনি এরইমধ্যে তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট ভোলোদিমার জেলেনস্কি’র কাছে জমা দিয়েছেন বলে শুক্রবার জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলে জানানো হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে।

আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত নেয়া সম্পর্কে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে তিনি লেখেন, ‘প্রেসিডেন্টের লক্ষ্য পূরণের জন্য আমি এই পদে এসেছিলাম। তিনি আমার জন্য উন্মুক্ততা এবং শালীনতার একটি রোল মডেল।’
 
‘যাইহোক, প্রেসিডেন্টের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাস সম্পর্কে যেকোনও ধরনের সন্দেহ দূর করার জন্য আমি পদত্যাগ লিখেছি এবং সেটি সংসদে উপস্থাপনের অধিকারসহ প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছি।’

উল্লেখ্য, গত বছরের ২৯ আগস্ট তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় পদ থেকে সড়ে দাঁড়ালেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –