• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানে বিমান বিধ্বস্ত: নিহত ২

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

পাকিস্তানে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ দুজন নিহত হয়েছেন। রোববার দেশটির পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।-খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র।

সংবাদমাধ্যমটি জানায়, বিমানটি মাটিতে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন মারা গেছেন। এর মধ্যে বিমানটির পাইলট শোয়েব মালিক ও কেন্দ্রীয় খাদ্য শস্য বিভাগের ইঞ্জিনিয়ার ফাওয়াদ বাট রয়েছেন। তারা উভয়ই গাছ রক্ষা বিভাগের অধীনে কর্মরত ছিলেন।
 
স্থানীয় পুলিশ কর্মকর্তা হাসান ইকবাল জানান, কয়েক মাস ধরে সাদিকাবাদ এলাকায় খাদ্য শস্যের ওপর পোকার আক্রমণ বেড়ে যায়। সেই পোকা দমনে ছোট বিমান থেকে কীটনাশক ছিটানো হচ্ছিল। ওই বিমানে পাইলট ও সরকারের খাদ্য রক্ষা বিভাগের এক ইঞ্জিনিয়ার ছিলেন। কীটনাশক ছিটানোর সময় হঠাৎ বিমানটি একটি খোলা মাঠে ভেঙে পড়ে। এতে দুর্ঘটনায় বিমানে থাকা দুইজন নিহত হন। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিধ্বস্তের কারণ জানা যাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –