• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ফুলবাড়ীতে নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

দিনাজপুর ফুলবাড়ীতে একটি মাছের ঘেরের নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে একই উপজেলার নন্দীগ্রামের একটি পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাদশা মণ্ডল ওই উপজেলার আজিসাহা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ফুলবাড়ী সার্কেলের এডিশনাল এসপি মিঞা মো. আশিক বিন হাসান জানান, বাদশা মণ্ডল নন্দিগ্রাম স্কুলের পাশের একটি মাছের ঘেরের নৈশপ্রহরী ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে মাছ চুরি করতে এসে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –