• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ব্রোঞ্জের পর সোনা জিতলেন হুমায়রা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

সাউথ এশিয়ান (এসএ) গেমসে দ্বিতীয় পদক জিতলেন হুমায়রা আক্তার অন্তরা। তবে এবার আর ব্রোঞ্জ নয়, জিতলেন সোনা। মেয়েদের এটি দ্বিতীয় সোনা। বাংলাদেশের এটি চতুর্থ সোনা।

মঙ্গলবার মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় সোনার পদক এনে দেন অন্তরা। এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন।

মেয়েদের শুরুতে কুমিতে অনূর্ধ্ব ৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় সোনার পদক এনে দেন মারজানা আক্তার পিয়া। দিনের প্রথম পদক কারাতেতে পান মোহাম্মদ আল আমিন।

তবে চলতি আসরে বাংলাদেশের দ্বিতীয় সোনা আসে মোহাম্মদ আল আমিনের হাত ধরে। কারাতে ফাইনালে আল আমিন ইসলাম পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন।

এবারের আসরটিকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হিসেবেই ভাবছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। পদকের সংখ্যায় এর আগের যেকোনো আসরকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই এবার নেপাল গেছে দেশের ক্রীড়াবিদরা।

এরইমধ্যে চারটি স্বর্ণপদক জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার বাংলাদেশকে প্রথম সোনা এনে দেন দিপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনা জেতার তালিকায় বাংলাদেশের নাম তোলেন দীপু।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –