• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

২০১০ সালের ৩ জুন, নিমতলীর ৪৩ নম্বর বাড়ির নিচতলায়। রুনা ও রত্না নামে দুই বোন এবং আসমা নামে আরেকটি মেয়ের বিয়ের অনুষ্ঠানে রান্না চলাকালীন আগুন ধরে যায়।

কেমিকেল গোডাউন থাকায় মুহূর্তে তা ছড়িয়ে পড়ে একটা বিশাল অংশ জুড়ে। আগুনে মারা যায় ওই তিন কন্যার বাবা-মাসহ অনেকেই। তবে বিয়ের সাজের জন্য পার্লারে থাকায় বেঁচে যান সেই তিন কন্যা।

পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা গণভবনে ওই তিন কন্যার বিয়ের আয়োজন করেন। চাকরি দেন সেই কন্যাদের স্বামীদেরও। প্রধানমন্ত্রী এখনো সেই তিন কন্যার নিয়মিত খোঁজ রাখেন।

ঈদ,পহেলা বৈশাখসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রীও পাঠানো হয় তাদরেকে। তিন কন্যাও ঈদে-চাঁদে স্বামী সন্তান নিয়ে তাদের মায়ের বাড়ি বেড়াতে আসেন।

দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বদান্যতায় তারা সুখের সংসার করছেন। শেখ হাসিনা কে সেই তিন কন্যা এখনো মা বলে ডাকেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –